ঢাকা অফিস: ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে অবসরে পাঠানো হয়েছে। তিনি এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন।
বুধবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম।
মতিউর পরিবারের ১৯ কোম্পানির শেয়ার অবরুদ্ধ ও জমি ক্রোক
এতে বলা হয়েছে, মতিউর রহমান (পরিচিতি নম্বর-৩০০০৬০), কমিশনার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-এ সংযুক্ত এর চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৪(১) ও ধারা-৫১ অনুযায়ী আগামী ২৯ আগস্ট ২০২৪ তারিখে সরকারি চাকরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট এবং পেনশন) ব্যতীত অবসর (ঐচ্ছিক) প্রদান করা হলো।
মতিউরের ৪ ফ্ল্যাট ও জমি ক্রোক, ১১৬টি অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ
উল্লেখ্য, গত ঈদুল আজহায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল ও বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরে ওই তরুণ এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে জানাজানি হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ইফাতকে একপর্যায়ে নিজের ছেলের পরিচয় দিতে অস্বীকৃতিও জানান মতিউর। এরপর সামাজিক-মাধ্যমে তাকে নিয়ে ট্রলের বিরুদ্ধে সাইবার আইনে মামলার হুমকি দেন।
স্বাআলো/এস