শারদীয় দুর্গাপূজায় সরকারে দেয়া জিআর চালে বগুড়ায় সিন্ডিকেট সদস্যদের থাবা। চাল সহায়তা দেয়া হলেও প্রতিটি মন্দির কমিটিকে চালের পরিবর্তে টাকা দয়ো হয়েছে।
প্রভাবশালী সিন্ডিকেটে জড়িতরা ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেও কমিটির নিরীহ নেতারা প্রতিবাদ করার সাহস করেননি।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, সরকার চলতি শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জেলার ৬৯৬ মন্দিরে ৫০০ কেজি করে জিআর (গ্রাটিয়াস রিলিফ) চাল বরাদ্দ দেয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল জানান, প্রতিটি পূজামণ্ডপে সরকার ৫০০ কেজি করে চাল দিয়েছে। মন্দির কমিটিগুলো চালগুলো বিক্রি করে দেয়। তারা ১৬ হাজার থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/এস