নোয়াখালীর বেগমগঞ্জে কিস্তির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আবু হানিফ (৩২) নামে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আবু হানিফ উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
রবিবার (৫ নভেম্বর) রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিন দুপুর ১টার দিকে উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভাবের তাড়নায় তিনি একাধিক এনজিও থেকে ঋণ নেয়। আজকে তার একটি কিস্তির টাকা দেয়ার কথা ছিলো। কিস্তির ঋণের চাপে রবিবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়নকক্ষে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান খাঁন বলেন, কিস্তির ঋণের চাপে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।