আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার সোনাকুর এলাকায় মিঠু হালদার (৩২) নামের এক রিকশা চালক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
মিঠু হালদার সোনাকুর গ্রামের মৃত আব্দুর রব হালদারের ছেলে।
এলাকাবাসী জানায়, মিঠু হালদার শুক্রবার খাবার খেয়ে রিকশা চালাতে বেরিয়ে পড়ে। এর আনুমানিক আধা ঘন্টা পরে সে বাড়িতে ফিরে সবার অগোচরে বাসতবাড়ির রান্নাঘরে গিয়ে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি তার মা দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে নামিয়ে কচুয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাগেরহাটে সিজারের পর চিকিৎসক না থাকায় প্রসুতির মুত্যু
হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যার ঘটনা কচুয়া থানা পুলিশকে জানালে থানা পুলিশ সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে লাশের সুরতহাল করে ময়নাতদন্ত করতে লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন জানান, কচুয়া হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
স্বাআলো/এস