পবিত্র ঈদুল আজহায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও অভিনেত্রী সাবিলা নূর। তাদের অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে। এর আগেই সিনেমাটির একটি গান প্রকাশ পেয়ে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
সোমবার (২ জুন) রাতে মুক্তি পেয়েছে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’। এই গান প্রকাশ হওয়ার পরপরই যেন নতুন এক ‘তাণ্ডব’ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও প্ল্যাটফর্মগুলোতে। প্রীতম হাসান ও জেফার রহমানের কণ্ঠে গাওয়া এই গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া এই আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন।
নির্মাতা রায়হান রাফি তার ফেসবুক পেজে গানটি শেয়ার করে লিখেছেন এটি ‘একেবারেই অন্য আঙ্গিকের একটি গান’ এবং ‘শতভাগ দেশী’। অন্যদিকে শাকিব খান গানটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘লিচুর বাগানে ‘তাণ্ডব’ শুরু!’।
শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের একান্ত ছবি, তৃতীয় বিয়ে নিয়ে নতুন গুঞ্জন
গানটিতে প্রীতম ও জেফারের সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান নিজেই। গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব ও রুহুল আমিন।
এর আগে ‘তাণ্ডব’ সিনেমার টাইটেল ট্র্যাকও প্রকাশিত হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এই সিনেমার সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং সহযোগিতা করেছে দীপ্ত। একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে রায়হান রাফির এ সিনেমার গল্প। সিনেমার চিত্রনাট্য যৌথভাবে করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।
শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। এছাড়া ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে। গানটি প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
স্বাআলো/এস