মাগুরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) ঢাকা-খুলনা মহাসড়কের টেক্সটাইল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সড়ক দুর্ঘটনায় এই নারীর মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে এখনো তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন থাকায় তার পরিচয় জানতে বেগ পেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, মাগুরা-যশোর রোড এলাকায় টেক্সটাইল মিল গেটের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের ওপর দিয়ে গাড়ি চলাচল করায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তার পরিচয় জানতে চেষ্টা চলছে।
স্বাআলো/এস