নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে একাধিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত দুই যুবককে আটক করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, যশোর শহরের শংকরপুর ছোটনের মোড়ের মিরাজ হোসেন (২০) ও হৃদয় শেখ (২১)।
পুলিশ জানায়, শনিবার (১৫ মার্চ) রাতে ডিবির এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে একটি টিম শহরের সার্কিট হাউস সংলগ্ন আর এন্ড আর ফ্যাশনের সামনে পাকা রাস্তা থেকে দুই যুবককে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে মিরাজ হোসেন নামের একজনের পকেট থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা যশোর শহর ও আশপাশের এলাকায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতো। কেউ বাধা দিলে তারা চাকু দিয়ে আঘাত করত। এছাড়া, তারা ভাড়াটে সন্ত্রাসী হিসেবেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো।
এসআই শেখ আবু হাসান কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এস