নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) রাতে নড়াইল সদরের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।

শনিবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা করেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়ির সামনে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় টহল পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে মোটরসাইকেল নিয়ে দুইজন পালিয়ে যান। পরে নানা ধরনের সরঞ্জাম ও মোটরসাইকেলসহ পাঁচজনকে পুলিশ আটক করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের সবুজ (৫৬), খুলনার খালিশপুরের শুভ (২৪) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের আবু সাঈদ মোল্যা (২৫)।

পুলিশ জানায়, আসামিরা প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালায়। এদের কয়েকজনের নামে খুলনা, বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে।

এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, এলাকার গরুচুরি ও নানা ধরনের ডাকাতির কাজে আসামিরা জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আর্থিক লেনদেনের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য সচিব জেসিনা মোরশেদ...

স্লোগানে স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর-আগুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে...

যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পুরোনো...

নতুন দুইটি বিভাগ গঠন ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ

কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি নতুন বিভাগ গঠন করার...