যশোরে যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই, ছুরিকাঘাতে আহত

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রায়পাড়া সার গোডাউন এলাকায় ছিনতাইকারীরা এক যুবককে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সাব্বির আহমেদের মা রহিমন বেগম (৪৭) জানান, বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁচড়া রায়পাড়া সার গোডাউনের মোড় মুন্সিবাড়ির সামনে ছিনতাইকারীরা তার ছেলেকে আক্রমণ করে।

অভিযুক্তদের মধ্যে রয়েছে চাঁচড়া রায়পাড়া এলাকার প্রিন্স (৩২), বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকার অমি (২৫), শংকরপুর পশু হাসপাতাল এলাকার বাসির (২৬) এবং আরো দুই-একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

সাব্বির মাছের ব্যবসার টাকা বিকাশে পাঠানোর জন্য যাচ্ছিলেন, তখন ছিনতাইকারীরা পথরোধ করে তার কাছে থাকা ৪০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের ইনফিনিক্স মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ সময় তারা সাব্বিরকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

যশোর কোতোয়ালী মডেল থানার এসআই চঞ্চল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো ২ মাস বাড়লো

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও...

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

চারদিনের সফরে আজ ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও...

চৌগাছায় ২ মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আব্দুল হান্নান (৫২) ও...

মাগুরায় ধষর্ণের শিকার শিশু আছিয়ার মৃত্যু, দেশজুড়ে শোক

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত সেই শিশুটি...