আজাদুল হক, বাগেরহাট:বহুল আলোচিত বাগেরহাটের রামপাল উপজেলার বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টে গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে আনসার সদস্য ও নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনায় জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতদের শুক্রবারেই আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক ও কারাগারে পাঠানোর বিষয়টি
শনিবার (৬ এপ্রিল) নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।
আটককৃতরা হলেন- উপজেলার গৌরম্ভা কৈগরদাসকাঠি এলাকার গুলিবিদ্ধ আছাবুর গাজী (৩০), একই এলাকার রাঙ্গা শেখ (৩৮), রাজু (৩৫), মোক্তার শেখ (৩২), কাপাশডাঙ্গা এলাকার মানিক শেখ (৩৫), ফারুক গাজী (৪৭), জারিয়াত মোল্লা (৪৬), এসকেন্দার শেখ (৪৩), আহাদ আলী (৩৮), ফজলু গাজী (৫৫), সালাম শেখ (৩০), মনি গাজী(৪০), নূরনবী শেখ(১৯), আহাদ মোল্লা (৩৩), আব্দুল্লাহ(৩৩), বাইজিদ মোল্লা(৩৭), ছায়রাবাদ এলাকার রুবেল শেখ(২৬), গৌরম্ভা এলাকার মাজহারুল গাজী রাজ(২৮), বর্ণি এলাকার আছাবুর গাজী(৩০) ও বড়দূর্গাপুর এলাকার আকরাম শেখ (৪৭)।
উল্লেখ্য গত বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রামপাল ভারত- বাংলাদেশ তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে ৪৫-৫০ জনের একটি সংঘবদ্ধ দল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে মুল্যবান মালামাল ডাকাতি করে নেয়ার চেষ্টা করে। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে তারা নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায়। তাদের ডাক চিৎকারে তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যরা এসে তাদের বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্র দিয়ে আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষার্থে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ হামলায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আনসার বাটালিয়ান হাবীলদার শহীদুল ইসলাম। দুষ্কৃতকারী দল হামলা চালিয়ে ওই সময় তারা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন সাইজের এক হাজার ৫৪২ কেজি লোহার রড নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সন্ত্রাসী হামলার ঘটনার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি সোমেন দাস।
স্বাআলো/এস