মিয়ানমারের ছোড়া মর্টার শেলে রোহিঙ্গা যুবক নিহত, আহত ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার টেকনাফে নাফ নদে কাকড়া শিকার করতে গিয়ে মিয়ানমার থেকে ছোড়া এক মর্টার শেলের আঘাতে মোহাম্মদ জোবায়ের (১৮) নামে এক রোহিঙ্গা শরণার্থী প্রাণ হারিয়েছেন। এ সময় তার সঙ্গী আরো দুই রোহিঙ্গা তরুণ গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৭ জুলাই) সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ পয়েন্টের নাফ নদে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হামিদের ছেলে। আহতদের নাম মোহাম্মদ জাবের ও মোহাম্মদ শুক্কুর বলে জানা গেছে।

ক্যাম্পের রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে গোলাগুলি চলাকালে এপারে উড়ে আসা একটি বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

সেন্টমার্টিনে মিয়ানমারের দুই সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি বলেন, জালিয়ার দ্বীপের পাশে নাফ নদে কাঁকড়া শিকার করছিলেন ওই তিন রোহিঙ্গা তরুণ। এসময় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে তারা তিনজনই গুরুতর আহত হন। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার সময় মারা যান জুবায়ের। তবে কারা আক্রমণ করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তারা মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় এই ঘটনা ঘটেছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালে খোঁজ নিতে গেলে সেখানকার আবাসিক কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, জুবায়েরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...