খেলাধুলা

চলতি মাসে ঢাকায় আসছেন রোনালদিনহো

| October 12, 2023

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পর এবার আসছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর তার ঢাকায় আসার কথা রয়েছে।

এমিলিয়ানো মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন ভারতীয় স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। এবারো তার মাধ্যমে ঢাকায় আসছেন সাবেক বিশ্ব তারকা রোনালদিনহো।

শতদ্রু দত্তের সঙ্গে কাজ করেন বাংলাদেশি মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোনালদিনহো আসছে এটা পুরোপুরি নিশ্চিত। একটি স্পন্সর প্রতিষ্ঠান তাকে আনছে। বিস্তারিত পরে জানানো হবে। ১৮ তারিখ মধ্যরাতের পরই রোনালদিনহো রওনা হবেন।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply