লিটন ঘোষ জয়, মাগুরা: গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) আয়োজনে বুধবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে গুজব ও অপতথ্য কী, কীভাবে তা ছড়ায় এবং এটি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করণীয় বিভিন্ন দিক নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন খুলনা পিআইডির সিনিয়র তথ্য অফিসার মেহেদী হাসান।
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- খুলনা পিআইডির সহকারি তথ্য অফিসার আতিকুর রহমান মুফতি, মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট
বক্তারা সমাজে গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান এবং সঠিক তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে মাগুরা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
স্বাআলো/এস