জমে উঠেছে কোরবানির পশুহাট

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাজারে বেড়েছে গরু ছাগলের ক্রেতা-বিক্রেতার সংখ্যা। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও স্থানীয় ক্রেতা বিক্রেতায় মুখর কালীগঞ্জের, গাজিরহাট, শহরের নতুন বাজার ও বারোবাজার পশু হাট। সমতল চারণ ভূমির প্রাকৃতিক খাদ্যে নির্ভর এখানকার দেশি জাতের মাঝারি এবং ছোট আকৃতির গরুর চাহিদা বেশি।

ঝিনাইদহ আ.লীগের সম্পাদক মিন্টু আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জেলা প্রাণী সম্পদ দফতরের তথ্য মতে, এ বছর কোরবানি উপযোগী তিন লাখ ১৯ হাজার পশু রয়েছে। এরমধ্যে চাহিদা রয়েছে এক লাখ ৮০ হাজার। বাকি এক লাখ ৩০ হাজার পশু দেশের অনন্য এলাকার চাহিদা মেটাবে। এ বছর কালীগঞ্জ উপজেলায় তিনটি হাট রয়েছে এর মধ্য উল্লেখযোগ্য বারোবাজার পশুহাট। এসব হাটগুলো থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে নেয়া হচ্ছে শত শত গরু, ছাগল,মহিষ।

বারোবাজার পশুহাটে গরু কিনতে আসা যশোরের সেলিম হোসেন বলেন, হাসিলের পরিমাণ বেশি মনে হচ্ছে। এ ছাড়া গরুর দাম স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতি ভালো। কোনো দালাল বা অন্য কোনো চাঁদাবাজের প্রভাব নেই।

ঝিনাইদহে বন্ধের দিন বিদ্যালয়ের গাছ বেচে দিলেন প্রধান শিক্ষক 

স্থানীয় খামারি গরু বিক্রেতা জানান, তিনি হাটে তিনটি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে একটি গরুও বিক্রি করতে পারেননি। কোরবানির আগ মুহূর্তে বাইর থেকে গরু আসলে স্থানীয় খামারিরা বিপদে পড়ে যায়। এ ছাড়া কোরবানির এখনো কিছু সময় বাকি থাকায় ক্রেতারা দর কষাকষি করছেন। সামনের হাটের দিন গুলোতে হয়তো বিক্রি হয়ে যাবে। এসব হাটে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু ছাগল উঠতে শুরু করেছে। শুরু হয়েছে বেচাকেনা। হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন।

সফিকুল ইসলাম নামে পশু ক্রেতা বলেন, গত বারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি মনে হচ্ছে হাটে ক্রেতারা আসছেন। এ বছর ক্রেতাদের অনেকে বাজারে পশুর দরদাম যাচাই করে দেখছেন। আবার অনেকে পশু কিনতে হাটে এসেছেন। তবে অনেকে কিনছেন।

মিন্টুর মোবাইলে মেসেজ ‘আনার শেষ, মনোনয়ন কনফার্ম’!

এক গরুর ব্যাপারী বলেন, হাটে আজকের ১৫টি গরু কিনেছি। গরুর দাম অনেকটা বেশি। বর্তমান হাটে যেসব গরু ছাগল আসতে শুরু করেছে তার বেশির ভাগ স্থানীয় ভাবে লালন পালন করা। মনিরুল ইসলাম নামে স্থানীয় একজন জানান, তিনি হাটে আটটি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে তিনটি গরু বিক্রি করেছেন। কোরবানির এখনো অনেক দিন বাকি থাকায় ক্রেতারা দরকষাকষি করছেন। সামনের হাটে বিক্রির পরিমাণ বাড়বে। তবে গরুর খাদ্যের দাম বাড়তি এতে উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। তবে হাটে গরুর চাহিদা ভালো।

তানভির হাসান শরিফ নামের গরু খামারি বলেন, গরু ট্রাক লোড করে চিটাগাং পাঠাচ্ছি। এবার গরুর দাম বেশি মনে হচ্ছে। বারোবাজার হাটের ইজারাদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বারোবাজার কোরবানির পশু বিক্রি মোটামুটি ভালো। সরকারি সিডিউল থেকে কম হাসিল নিচ্ছি। তাছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা রয়েছেন।

ঝিনাইদহ এমপি আনারের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, হাটে পশু বিক্রি করে বিক্রেতারা যেনো টাকা নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন পুলিশ সে বিষয়ে সজাগ রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...