নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাবেক মেম্বার সাইফুল আলমকে আটক করেছে যশোরের পুলিশ।
তার বিরুদ্ধে অভয়নগরের রাকিবুল ইসলাম ও মেম্বার সুব্রত এবং মণিরামপুরের উদয় শংকর বিশ্বাস হত্যা মামলা রয়েছে।
২৮ মে রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া বাবলাতলা থেকে যশোরের ডিবি পুলিশ তাকে আটক করে।
আটক সাইফুল ইসলাম খুলনার চরমপন্থী নেতা শিমুল ভূইয়ার একান্ত সহযোগী এবং যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের বাসিন্দা।
খুলনার শীর্ষ চরমপন্থী নেতা শিমুলই হলেন আমানুল্লাহ
যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন আটক সাইফুল আলম মেম্বারের বিরুদ্ধে অভয়নগরে রাকিবুল ইসলাম ও সুব্রত দাস এবং মণিরামপুরের পাচাকোড়িতে চাঞ্চল্যকর ‘উদয় শংকর বিশ্বাস’ হত্যা মামলা রয়েছে। এই সকল মামলার পর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোরের চাঁচড়া বাবলাতলা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সাইফুল আলম মেম্বার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির চরমপন্থী দলের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে রয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
স্বাআলো/এস