রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবধর্না দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বানারীপাড়া হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক।
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি মাইনুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান ও বীরমুক্তিযোদ্ধা জগন্নাথ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
স্বাআলো/এস