খুলনা বিভাগ

ঝিকরগাছায় অবৈধভাবে বালু ও মাটি কাটায় জরিমানা, আটক ২

নিজস্ব প্রতিবেদক | May 6, 2025

যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কাটার অভিযোগে দুইজনকে আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ মে) ইউএনও ভুপালী সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

আটকরা হলেন- হাড়িখালি গ্রামের ইমরান হোসেন (১৮) ও রানা মিয়া (২০)।

ঝিকরগাছায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালা আটক

তাদের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয় ও থানায় হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায় বলে জানান ইউএনও।

স্বাআলো/এস

Shadhin Alo