শিক্ষা

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে জরুরি চিঠি

ঢাকা অফিস ঢাকা অফিস | August 5, 2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

সোমবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নতুন নিয়মাবলি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সাল থেকে অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় এই নতুন কাঠামো অনুসরণ করা হবে।

প্রকাশিত নম্বর বিভাজন অনুযায়ী:

পরীক্ষা মোট পাঁচটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে। এর মধ্যে: বাংলা: ১০০ নম্বর, ইংরেজি: ১০০ নম্বর, প্রাথমিক গণিত: ১০০ নম্বর, প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়: এই দুটি বিষয় মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে (প্রতি বিষয়ে ৫০ নম্বর করে)।

পরীক্ষার মোট সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।

নেপ আরো জানিয়েছে, প্রশ্নপত্রে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বিভিন্ন স্তরের প্রশ্ন রাখা হবে। এর মধ্যে ডোমেইনভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।

এই নতুন কাঠামো প্রকাশের ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা এখন থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বৃত্তির জন্য প্রস্তুতি নিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাআলো/এস

Shadhin Alo