আজাদুল হক, বাগেরহাট: জেলার শরনখোলা উপজেলার পল্লীতে খাবার খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে চাচা কর্তৃক ভাতিজী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে এ ঘটনার বিষয়ে ভিকটিমের মায়ের মৌখিক অভিযোগ পেয়ে থানা পুলিশ ওই বাড়ী পরিদর্শন করেছে। তবে মামলা করতে আসছে না ভিকটিম পরিবার।
জানা গেছে, উপজেলার চালিতাবুনিয়া এলাকার তালিম হাওলাদার বুধবার বাড়ীতে একা পেয়ে তার সম্পর্কের ভাতিজীকে খাবার খাওয়ার কথা বলে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।
বিষয়টি ভিকমিট তার মাকে জানালে এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ভিকটিমের মা ঘটনাটি শরনখোলা থানা পুলিশ কে মৌখিকভাবে জানান। থানা পুলিশ এ খবর পেয়ে ভিকটিমের বাড়ী পরিদর্শনসহ প্রাথমিক তদন্ত করে থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেয়।
শুক্রবার (৭ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দেয়নি জানিয়ে থানার ওসি এইচএম কামরুজ্জামান খান বলেন ভিকটিম পরিবার কে অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হলেও তারা লিখিত অভিযোগ নিয়ে থানায় আসছে না।
অভিযোগ পেলে ভিকটিম কে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষাসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্বাআলো/এস/বি