যশোর

লাইট খুলতে গিয়ে চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

| November 15, 2023

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ইসরাফিল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ইসরাফিল ভগবানপুর গ্রামের ইসাহক সরর্দারের ছেলে এবং নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ইসরাফিলের বড় ভাই আশিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ইসলাফিল বাড়ির পাশে বন্ধুদের সাথে মাঠে র‌্যাকেট খেলছিলো। পরে খেলা শেষে রাত ১১টার দিকে নেট ও বৈদ্যুতিক লাইট খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা সরকারি হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া কামাল কর্না বলেন, হাসপাতালে আসার আগেই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply