নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ফুটবল খেলতে গিয়ে রাফসান (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
রাফসান বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে উপজেলার নাভারণ যাদবপুর (ডগের বাগান) গ্রামের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ডালিম হোসেনের ছেলে।
যশোরে ইজিবাইক চালক হত্যা, ৫ আসামির মৃত্যুদণ্ড
নিহতের স্বজনরা জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার এক পর্যায়ে রাফসান হঠাৎ মাটিতে পড়ে মারাত্মক আঘাত পায়। সে নিজে সোজা হয়ে উঠতে পারছিলো না। সঙ্গে তার বন্ধুরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
স্বাআলো/এস