যশোরে মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাব্বির রহমান (১১) নামে স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) উপজেলার পারখাজুরা গ্রামে এ দুঘর্টনা ঘটে।
সাব্বির পারখাজুরা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। সে স্থানীয় পারখাজুরা হোড়ারঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।
নিহতের চাচাতো ভাই মাহাবুর রহমান জানান, বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলো সাব্বির। খেলা শেষে পাড়ার এক বড় ভাইয়ের ইজিবাইকে চড়ে বন্ধুদের সাথে স্থানীয় পাকা রাস্তার মোড়ে যায় সে। মোড়ে বন্ধুরা নেমে পড়লেও ইজিবাইকে চড়ে সামনে কিছু দূরে যায় সাব্বির। পরে রাস্তার পাশে তাকে নামিয়ে দিয়ে যাত্রী নিয়ে চলে যান ইজিবাইকচালক। তখন রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয় সে।
তিনি আরো জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বানী ইসরাইল।
তিনি বলেন, মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
স্বাআলো/এস