জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী থেকে দুইদিন আগে নিখোঁজ পঞ্চম শ্রেণির স্কুলছাত্র শেখ আলী রাজের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলী রাজ।
নড়াইলে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
নিহত শেখ আলী রাজ বরাশুলা এলাকার শেখ সাইফুর রহমানের ছেলে এবং নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমানের ভাতিজা।
পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায় রাজ। স্রোত থাকায় হঠাৎ করে নদীতে হারিয়ে যায় সে। এ সময় রাজের সঙ্গীরা তার পরিবারকে জানায়। ঘটনার পর থেকে অনেক খোঁজ করেও রাজের কোনো সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরে বুধবার ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
স্বাআলো/এস