পটুয়াখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে মশুর, মুগ,খেসারি,পিয়াজ, সয়াবিন, চিনাবাদাম, সূর্যমুখি, সরিষা, ভূট্টা, গম, ফেলন ফসলের উৎপাদস বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও বাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সদর উপজেলা বাঁধনহারা হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর সদরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও বাসায়নিক সার বিতরণঅনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান ঊর্মির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার খায়রুল ইসলাম মল্লিক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এখলাছুর রহমানের সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার র্মোশেদা আক্তার মিমি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামা রানী চন্দ্রা, লাউকাঠি ইউপি চেয়ারম্যান ইলিয়াছ বাচ্চু, কৃষক খোকন চন্দ্র সুকুল।

উদ্বোধনী অনুষ্ঠানে সরিষা ১০০জন, ভূট্টা ৩৫ জন,গম ২৫ জন, পিয়াজ ২৫ জন, মশুর ১০ এবং খেসারি ১১০ জন মোট ৩০৫ জন কৃষক ও কৃষাণীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও বাসায়নিক সার বিতরণ করা হয়।

এছাড়া বাকী পাঁচটি ফসলের পর্যাক্রমে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও বাসায়নিক সার বিতরণ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস

নানা জল্পনা-কল্পনার শেষে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে...

বাগেরহাটে জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় অবৈধ উপায়ে অতিরিক্ত...

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইদুল ইসলাম (৩৩) এক যুবকের...

জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে: বুবলী

দিন তারিখের হিসেব অনুযায়ী আজ চলচ্চিত্র তারকা শবনব বুবলীর...