নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলি পুশ করা ৩৬০ কেজি চিংড়ি মাছ ও একটি মিনি ট্রাক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২মে) সন্ধ্যায় শহরের বকচর এলাকা থেকে জব্দ করার পর ওই চিংড়ির মালিক প্রশান্ত মণ্ডলকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হাসান জানিয়েছেন, সাতক্ষীরা থেকে বিপুল পরিমান জেলি পুশ করা চিংড়ি মাছ যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে একটি মিনি ট্রাকে আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। এসময় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বকচরে অবস্থান করেন মেজর মোহাম্মদ সাকিব হাসান, স্কোয়াড কমান্ডার হাবিবুর রহমান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।
এরই মধ্যে সেখানে আসে (ঢাকা-মেট্রো-ণ-১৯-৬০৭৮) একটি মিনি ট্রাক। ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ১৮টি ক্যারেটে থাকা ৩৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়।
পরে মাছের মালিক খুলনার পাইকগাছা উপজেলার শামুকপোতা গ্রামের মা ফিসের স্বত্বাধিকারী প্রশান্ত মন্ডলকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
স্বাআলো/এস