জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলা শহরের পারকুখরালি ও কাটিয়া এলাকায় ২০ মেট্রিক টন অপরিপক্ব আম জব্দ করে তা নষ্ট করা হয়েছে।
সোমবার রাত ৯টায় অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে বৃষ্টি চলাকালে শহরের পারকুখরালি এলাকার আম ব্যবসায়ী ইউসুফ আলী ও কাটিয়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের গুদামে অভিযান চালানো হয়।
এ সময় ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই ট্রাক ভর্তি ২০ মেট্রিক টন আম জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে ইউসুফ আলী ও আবু বক্কর ছিদ্দিককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে দুই চালককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে ৮৩২ ক্যারেটের ২০ মেট্রিক টন আম বুলডোজার দিয়ে নষ্ট করা হয়।
স্বাআলো/এস