আজাদুল হক, বাগেরহাট: প্রথম ধাপের নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলার মধ্যে দুই উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল বুধবার (৭ মে) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার ভোট কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। ব্যালট যাবে নির্বাচনের দিন সকালে।
প্রথম ধাপে বাগেরহাটের কচুয়া ও রামপাল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহন না করা এবং চেয়ারম্যানসহ তিনটি পদে প্রতিদ্বন্ধী কোনো প্রার্থী না আশায় বাগেরহাট উপজেলা পরিষদের নির্বাচন লাগছেন। ফলে রামপাল ও কচুয়া এ দুইটি উপজেলার ১৭টি ইউনিয়নে ৭৯টি ভোট কেন্দ্রে ৫৬৯টি বুথে ভোটগ্রহণ হবে।
দুই উপজেলার মোট দুই লাখ ২৭ হাজার ৯৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাত পোহালেই বাগেরহাটের দুই উপজেলায় ভোট
জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে, কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ১৪ জন আনসার ও চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
দুইটি উপজেলায় ২১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, চার প্লাটুন বিজিবি, র্যাবের চারটি টিম ও গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন মঙ্গলবার বিকেলে জানান, প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে স্ব-স্ব কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়। শুধু ব্যালট পেপার যাবে বুধবার সকালে। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
স্বাআলো/এস