ঈদুল ফিতরে লিটন ঘোষ জয়ের কথায় আসছে ‘আত্মহারা’

বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগের দিন টাইগার মিডিয়ার ব‍্যানারে শুভ মুক্তি পেতে যাচ্ছে লিটন ঘোষ জয়ের কথায় বিগ বাজেটের মিউজিক্যাল ফিল্ম আত্মহারা। মুন্সীগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে।

দেশের খ্যাতিমান সংগীত পরিচালক পার্থ মজুমদারের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানি নভো।

গানটির ভিডিও গল্প, চিত্রনাট‍্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সূর্য আহমেদ মিঠুন।

চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিকাশ সাহ। গানটির মডেল হিসেবে কাজ করেছেন আসফাক রানা ও জেবা জান্নাত, সানি নভো, রোমান হাসনাত।

গানটির সম্পর্কে সঙ্গীত শিল্পী সানি নভো বলেন, আত্মহারা গানটি দর্শক শ্রোতারা অল্প সময়ে একটি সিনেমা দেখবে। গানটির কথায় ও সুর সংগীত এবং গায়কীতে অন্য রকম আবেগ রয়েছে। যা সকল দর্শকের মন ছুঁয়ে যাবে। আর দর্শকদের গানটি ভালো লাগলে, আমাদের আত্মহারা পুরো টিমের স্বার্থকতা।

আত্মহারা গানটির গীতিকবি লিটন ঘোষ জয় বলেন, অনেক না বলা কথা, ধুল জমা বইয়ের তাকে তুলে রাখা গল্প থেকেই আত্মহারা গানের সূচনা। প্রিয় কারো চোখে কান্না জল দেখলেই মনে হয় যেন মেঘ ভেঙে বৃষ্টিধারা! বুকের অতলে জমানো সেই সব হারানো স্বপ্নগুলোই কথার মালায় সাজিয়েছি। আমার কাছে মনে হয়েছে ‘আত্মহারা’ গানটি শুকিয়ে যাওয়া বকুলের ঘ্রাণ। বড়দা (পার্থ মজুমদার) নন্দিত সুন্দর সুর করেছেন। আশা করছি আত্মহারা গানটি ভালো কিছু হবে। আর গানের শিল্পী বন্ধু সানি অনেক ভালো গেয়েছে। শুভকামনা তার জন্য।

আত্মহারা গানটি নিয়ে পরিচালক সূর্য আহমেদ মিঠুন বলেন, চেষ্টা করেছি আত্মহারা গানটির মাধ্যমে দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার। সম্পূর্ণ ছবির আদলে একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে খুব যত্ন সহকারে অক্লান্ত পরিশ্রমের নির্মাণ করেছি আত্মহারা গানটি। আশা করছি দর্শক ঈদুল ফিতরে টাইগার মিডিয়ার ব‍্যানারে গানটি দেখে মুগ্ধ হবে এবং সবার ভালো লাগবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...