আজাদুল হক, বাগেরহাট: পবিত্র রোজার মাসেও কুখ্যাত কসাইরা মৃত গরুর মাংস বিক্রি করছে। জেলার শরনখোলা উপজেলায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে প্রধান কসাইয়ের স্ত্রীসহ তিনজন।
রবিবার (২৪ মার্চ) এ ঘটনার সময় মূল হোতা উপজেলার উত্তর কদমতলা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে কসাই মোহাম্মদ হালিম হাওলাদার (২৮) পালিয়ে যায়।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে আটককৃতরা হলো, পালিয়ে যাওয়া কসাইয়ের স্ত্রী জরিনা আক্তারসহ, কসাই আল আমিন হাওলাদার, ও মোহাম্মদ ডালিম হাওলাদার।
শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, রবিবার সকাল ১০ টার দিকে খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে উপজেলার বান্দাঘাটা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করা হয়। এরা একটি মৃত গরুর মাংস বিক্রির জন্য প্রক্রিয়া করছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এসআর