জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় বেশি দামে গরুর মাংস ও তরমুজ বিক্রি করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মার্চ) নড়াইল শহরের বাণিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
এ সময় বেশি দামে গরুর মাংস বিক্রি করায় শাহিন গোস্ত ভান্ডারের প্রোপাইটার শাহিন শেখকে পাঁচ হাজার ও তরমুজ ব্যবসায়ী হানিফ শেখকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস ও কেজিতে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানের বাজার নিয়ন্ত্রণে পুরো রমজান মাস জুড়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বাআলো/এস