জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন স্লোগানে চুয়াডাঙ্গায় সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দীন আল আজাদ, পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ফাতেহ আকরাম।
শুরুতেই সর্বজনীন পেনশন স্কিমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা কালেক্টরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
সেমিনারে সাংবাদিক মানিক আকবর, জেলা বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, এনজিওকর্মী কানিজ সুলতানা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম জেনারেল ইসলামসহ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, কাউন্সিলরসহ অংশীজনেরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সব শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ। এটি বাস্তবায়নে আপনারা বেশি বেশি প্রচার করেন। শেষ বয়সের সম্বল হবে সর্বজনীন পেনশন।
স্বাআলো/এস