নড়াইলে সুবাস বোসকে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) তিনি নড়াইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট নড়াইল শহরের রাসেল সেতুর কাছে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণসহ ইট পাটকেল নিক্ষেপ করে। এ হামলায় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা আহত হন। এ ঘটনায় নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদি হয়ে নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আ.লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০/৫০০ জনের নামে মামলা হয়।

এ মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস গত ৫ নভেম্বর উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানি শেষে ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সে মোতাবেক বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। নড়াইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ।

নড়াইলের দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস নানাভাবে বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেছেন। তিনি প্রকাশ্যে মিছিলে নেতৃত্ব দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করিয়েছেন। তার জামিন না মঞ্জুর হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, প্রচলিত আইনে তার বিচার প্রক্রিয়া শেষ হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...

চৌগাছায় বিদ্যুস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পর্শে রানা (১৬) নামে...

মাহফিলে অংশগ্রহণ করতে দেশে আসলেন আজহারী

মাহফিলে অংশগ্রহণ করতে দেশে আসলেন ইসলামি বক্তা মিজানুর রহমান...