সাম্প্রতিক সময়ে ক্রিকেটের কোনো ফরম্যাটেই স্বস্তিতে ছিল না বাংলাদেশ দল। এমনকি লড়াই করতেও ব্যর্থ হচ্ছিলেন টাইগাররা। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে এক পশলা স্বস্তি এনে দিয়েছে তারা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজ ১-১ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৪ জুলাই) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় সফরকারী শ্রীলঙ্কা।
বাংলাদেশের এই বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারী। ব্যাটিংয়ে মাত্র ২৭ বলে ৪৮ রানের এক টর্নেডো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পাশাপাশি ফিল্ডিংয়েও দেখিয়েছেন ক্ষিপ্রতা। লঙ্কান ইনিংসের শুরুতে দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে সরাসরি থ্রোতে রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কুশল মেন্ডিসের রান আউটটি ম্যাচের গেম চেঞ্জার ছিল কিনা জানতে চাইলে শামীম বলেন, হ্যাঁ অবশ্যই, এখন আমরা উইন করেছি, ১-১ হয়েছে এখন। ফিল্ডিংটা অনেক জরুরি আমাদের জন্য। এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার জব।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শামীম জানান, অবশ্যই ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। অবশ্যই (জেতার) আত্মবিশ্বাস সবসময় থাকে। (দলের একাদশে) চেঞ্জ তো হয়, দলের ভালোর জন্য। জিততে পেরেছি এটা ভালো লাগছে।
নিজের ব্যাটিং পরিকল্পনা প্রসঙ্গে শামীম বলেন, তিনি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন। ‘রিস্ক নিতেই হবে কারো না কারো। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।
এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায় দাঁড়িয়েছে। আগামী ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল।
স্বাআলো/এস