খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

| October 27, 2023

চট্টগ্রামে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এতে দলটির বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে লাল-সবুজের মেয়েরা।

পাকিস্তানকে হারালো বাংলাদেশ

শুক্রবার (২৭ অক্টোবর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস।

২০ রানের এই জয়ে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করলো জ্যোতির দল। এর আগে প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিলো বাংলাদেশের মেয়েরা।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply