জাতীয়

সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ৫ হাজারের বেশি ওয়েবসাইট ডাউন

ঢাকা অফিস ঢাকা অফিস | May 30, 2025

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপজনিত ঝড় এবং জলোচ্ছ্বাসের প্রভাবে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

শুক্রবার (৩০ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমেদ তার পোস্টে বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে অনেক টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ হাজারের বেশি টেলিকম সাইট ডাউন হয়ে গেছে।

তিনি উল্লেখ করেন যে, বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৫ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে, জনজীবন বিপর্যস্ত

নেটওয়ার্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন বলেও তিনি জানান।

ফয়েজ আহমেদ দুর্যোগে সৃষ্ট নেটওয়ার্ক বিপর্যয়ের একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী: মোট মেইনস বিকল: ৮২৬২টি (৪৪ শতাংশ) মোট চালু সাইট: ৬৪.২ শতাংশ
মোট সাইট ডাউন: ৫৯০৪টি (৩৫.৮ শতাংশ) পোর্টেবল জেনারেটর (পিজি) সংযুক্ত সাইট: ৬২৪টি পিজি পথে রয়েছে: ৫০৪টি।

এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে ওঠার জন্য সংশ্লিষ্ট সকলে কাজ করছেন বলে জানানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo