গত কয়েক দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।
রবিবার (১১ মে) বিকেল ৩টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো মাত্র ২৬ শতাংশ।
এর আগে শনিবার (১০ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। টানা তিন দিন ধরে এই জেলাতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে
দেখা যায়, সকাল থেকেই চুয়াডাঙ্গার জনপদ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষজন তীব্র রোদে পুড়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। রোদের তীব্রতায় বাইরে বের হওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অসহনীয় এই গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। খুব প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষের চলাচলও তুলনামূলকভাবে অনেক কম দেখা গেছে।
আবহাওয়া বার্তা অনুযায়ী, এই তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন তীব্র তাপদাহ পরিস্থিতি বিরাজমান থাকতে পারে।
এই পরিস্থিতিতে হিটস্ট্রোক ও পানিশূন্যতাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে জনসাধারণকে সতর্ক থাকার এবং প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে।
স্বাআলো/এস