নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা নকশি কাঁথা অ্যাসোসিয়েশনের আয়োজনে চুড়ামনকাটি ইউনিয়নের মুন্সি বাগডাঙ্গা গ্রামে সেলাই সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সেন্টারটির উদ্বোধন করা হয়।
এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিনিয়ত বেকার নারীরা স্বাবলম্বী হতে পারবে।
এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে সেলাই সেন্টারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের এসএমই এসপিডি শাখার পরিচালক আশিকুর রহমান, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকশি কাঁথা অ্যাসোসিয়েশনের সভাপতি মরিয়ম নার্গিস।
এ সময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা ইয়াসমিন সুলতানা, জেসমিন রোজা, তামান্না সুলতানা, মিতালী দত্ত, ইয়াসমিন নাহার দিশা, জুনিয়া খাতুন ও ফাতেমা বিনা প্রমুখ।
স্বাআলো/এস