অন্যের রান্নাঘরে যৌনতা, অকপট স্বীকারোক্তি ঋতাভরীর

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বরাবরই স্পষ্ট কথা বলেন। প্রকাশ্যে যৌনতা নিয়ে কথা বলতেও কোনো রকম দ্বিধাবোধ নেই তার। সম্প্রতি আবারো যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী। আর এবার নিজের যৌন জীবনের চমকপ্রদ ঘটনাই স্বীকার করলেন একটি শোতে।

নুসরাত জাহান সঞ্চালিত এক চ্যাট শোতে উপস্থিত হয়েছিলেন ঋতাভরী। সেখানেই যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করেন নায়িকা।

অভিনেত্রী বলেন, আমার মতে শরীরের খিদেটাও মনের খিদে। কাউকে ভিতর থেকে এতোটা চাইছি যে নিজের সঙ্গে এক করে নিতেও কোনো দ্বিধা থাকছে না।

এখন আর প্রেম করতে ইচ্ছে হয় না: পরীমনি

নিজেকে ‘স্যাপিওসেক্সুয়াল’ উল্লেখ করেন ঋতাভরী। অর্থাৎ পুরুষের বুদ্ধিদীপ্ততার প্রতি আকৃষ্ট হন তিনি। ঋতাভরীর কাছে নুসরাত প্রশ্ন করেন, সবচেয়ে অদ্ভূত কোন জায়গায় সঙ্গমে লিপ্ত হয়েছো? হাসতে হাসতে নায়িকা বলেন, রান্নাঘরে। নিজের বাড়ির কিচেন নয়, অন্যের বাড়ির।

শুধু নিজের রোমাঞ্চকর যৌন জীবনের কথাই নয়, ক্যাজুয়াল হুক আপের কথাও বলেন তিনি। অভিনেত্রী বলেন, আমি অনেক মেয়েকে দেখেছি যারা একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে নিজেকে এঁটো মনে করেন। আমরা কেউই কারো খাবার নই। সে মেয়ে হোক বা ছেলে।

ছোটপর্দার ললিতা হিসাবে পথচলা শুরু ঋতাভরীর।

এরপর লক্ষ্মীমন্ত বউ থেকে বং ক্রাশ হয়ে ওঠেন অভিনেত্রী। বাবা উপলেন্দুর সঙ্গে কোনো যোগাযোগ নেই ছোট থেকেই। মা শতরূপা বড় করেছেন দুই মেয়েকে।

গতকাল ৩২ বছরে পা দিয়েছেন ঋতাভরী। জীবনটা ফাটাফাটিভাবেই বাঁচতে জানেন অভিনেত্রী। ব্যক্তি জীবনে একটা সময় মনোবিদ তথাগতর চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। ২০২২ সালে তাদের বিয়ের কথাও পাকাপোক্ত হয়। আংটি বদলের পর লিভ ইনে থাকার কথাও জানিয়েছিলেন নায়িকা। তবে আচমকাই দূরত্ব তৈরি হয় দুইজনের। যদিও গত বছর লক্ষ্মীপুজায় ফের কাছাকাছি দেখা গেছে তাদের। গত মার্চে তথাগত জন্মদিনে আদুরে শুভেচ্ছাও জানান ঋতাভরী।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...