কুমিল্লার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, আলম মেম্বারের বাড়ির সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬)। অপর শিশুটি একই বাড়ির কাউছার মিয়ার মেয়ে শিশু সাদিয়া আক্তার (৭)। তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুদের স্বজনরা জানায়, গোসল করতে গিয়ে দেরি হওয়ায় তাদের খুঁজতে গিয়ে দেখে পুকুর ঘাটে শিশুদের জুতা পড়ে আছে। পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। গোসল করতে নেমে তারা মারা গেছেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস