খেলাধুলা

বিশ্বকাপ রেখে হঠাৎ ঢাকায় সাকিব!

| October 25, 2023

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। এবারের আসরে টানা চতুর্থ হারের পর হঠাৎ ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। এরপর দুপুরেই হাজির হয়েছেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানে জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে ইনডোরে অনুশীলন করছেন তিনি।

অবহেলিত মাহমুদউল্লাহ রিয়াদ জবাব দিলেন ব্যাটে

বিশ্বকাপটা মোটেই ভালো কাটছে না সাকিবের। এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৫৬ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতেও পারফরম্যান্স ঠিক সাকিবসুলভ নয়। ওভারপ্রতি ৫ দশমিক ৫৪ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রানে ৩ উইকেটই সেরা। ভুগেছেন চোটেও। ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি সাকিবের।

এমন পারফরম্যান্সের পরেই হয়ত তাই মনে পড়েছে পুরনো গুরুর কথা। তাই নিজেকে প্রস্তুত করতে শরণ নিয়েছেন গুরুর। ইনডোর স্টেডিয়ামে গুরু সালাউদ্দিনের কাছে নিজের ভুলত্রুটিগুলো নিয়ে করছেন কাজ।

জানা গেছে, আগামী ২৭ অক্টোবর ভারতে ফিরে দলের সাথে যোগ দেবেন সাকিব। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply