খেলাধুলা

ছুটি থাকা সত্ত্বেও রাতে কলকাতায় ছুটছেন সাকিব

| October 26, 2023

আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) ছুটি শেষ হওয়ার কথা থাকলেও বিশেষ পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে কলকাতার ফ্লাইটে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের টিম অপারেশন্স ম্যানেজার রাবীদ ইমাম।

যদিও সাকিবের ছুটি নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টি দলের পক্ষ থেকে জানানো হয়নি।

বিশ্বকাপ রেখে হঠাৎ ঢাকায় সাকিব!

যদিও ছুটি কেনো সংক্ষিপ্ত করা হলো, সেই কারণটি জানানো হয়নি দলের পক্ষ থেকে।

তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, ঢাকা থেকে বোর্ডের উর্ধ্বতন সাকিবকে ছুটি দেয়ার বিষয়ে প্রশ্ন করেন হেড কোচকে। এর প্রেক্ষিতে কলকাতা থেকে ফোন যায় সাকিবের কাছে যেনো তিনি সত্ত্বর ফিরে আসেন। এরমধ্যে অভাবিত হলেও সত্যি যে, মিরপুরে প্র্যাকটিস শেষে গাড়িতে ওঠার পথে দর্শকরা দুয়ো দেন বাংলাদেশের অধিনায়ককে।

এরপর জানা যায় নাজমুল আবেদীনের কাছে আরেক সেশন আর ব্যাটিং দীক্ষা না নিয়েই কলকাতার ফ্লাইট ধরছেন সাকিব।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply