টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র দুইদিন বাকি। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে চার-ছক্কার এই আসর। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের পাঁচ দলের মধ্যে দুইটি উঠবে সুপার এইটে। সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনাল

ক্রিকেট মানেই রেকর্ড আর মাইলফলকের খেলা। আসন্ন টুর্নামেন্টেও দেখা যাবে এর ছড়াছাড়ি। অনেকে আবার নিজের রেকর্ড করবেন পাকাপোক্ত। নিজেকে নিয়ে যাবেন ধরাছোঁয়ার বাইরে। ধরা যাক সাকিব আল হাসানের কথাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট তার। আসন্ন বিশ্বকাপেও খেলছেন তিনি। টুর্নামেন্টটিতে উইকেট শিকারে শীর্ষ চারে থাকা অন্য খেলোয়াড়দের কেউই আর খেলছেন না। ফলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ আছে সাকিবের সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী

১/ সাকিব আল হাসান: ৪৭ উইকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আট আসরেই খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৫ ইনিংসে ৪৭ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

২/ শহীদ আফ্রিদি: ৩৯ উইকেট

আগ্রাসী লেগ স্পিন ও খুনে ব্যাটিংয়ের জন্য বেশ পরিচিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়ায় বেশ পারদর্শী ছিলেন এই তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলে ৩৯ উইকেট নিয়েছেন এই তারকা।

৩/ লাসিথ মালিঙ্গা: ৩৮ উইকেট

অ্যাকশন ও নিখুঁত ইয়র্কারের জন্য বেশ বিখ্যাত ছিলেন শ্রীলংকার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ডেথ ওভারে দলকে বহু ম্যাচ জেতানো এই তারকা টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে নিয়েছেন ৩৮ উইকেট।

৪/ সাইদ আজমল: ৩৬ উইকেট

অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর ক্রিকেটে আর সেভাবে ফিরতে পারেননি পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাইদ আজমল। তবে যে কয়দিন খেলেছেন, ছিলেন ভীষণ কার্যকরী। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ২৩ ম্যাচেই ৩৬ উইকেট আছে এই তারকার।

৫/ অজান্তা মেন্ডিস: ৩৫ উইকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার হয়ে উইকেটশিকারে অন্যতম ছিলেন রহস্য স্পিনার অজান্ত মেন্ডিস। ব্যাটারদের ওপর ছড়ি ঘোরাতে তার জুড়ি মেলা ভার। এই টুর্নামেন্টের ২১ ইনিংসে ৩৫ উইকেট নিয়েছেন তিনি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...