বিনোদন

দেশ ছাড়লেন শাকিব খান

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | July 14, 2025

ঈদুল আজহায় বাংলাদেশে দারুণ সাড়া জাগানো মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে। রায়হান রাফী পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর সিনেমাটি সেখানে মুক্তি পাওয়ার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করে শাকিব খান লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ছবিতে তাকে সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরা অবস্থায় বিমানের জানালার পাশে বসে থাকতে দেখা যায়।

যদিও শাকিব তার পোস্টে যুক্তরাষ্ট্রে যাওয়ার নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে, ‘তাণ্ডব’-এর প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখাই এই সফরের অন্যতম উদ্দেশ্য। ছবিটি যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে।

আদালতে আত্মসমর্পণ করলেন অপু বিশ্বাস

তবে এ সফরের পেছনে আরও একটি কারণ থাকতে পারে বলে ধারণা করছেন ভক্ত ও নেটিজেনদের একাংশ। মাস কয়েক আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমে জানিয়েছিলেন, তিনি শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান। সে সময় তিনি বলেছিলেন, স্ক্রিপ্ট রাইটিং এর কাজ চলছে এবং শাকিব খান যুক্তরাষ্ট্র এলেই সবকিছু চূড়ান্ত হবে। ফলে শাকিবের এই সফর ঘিরে হলিউড সিনেমায় কাজের জল্পনা নতুন করে জোরালো হয়েছে।

এদিকে, আলোচনায় রয়েছে শাকিব খানের আসন্ন আরও একটি প্রজেক্ট। শোনা যাচ্ছে, নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় এই চরিত্রে দেখা যেতে পারে শাকিব খানকে। জানা গেছে, ছবিটি আগামী বছরের ঈদে মুক্তি পেতে পারে।

শাকিব খানের এই আকস্মিক সফর তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে।

স্বাআলো/এস

Shadhin Alo