লিটন ঘোষ জয়, মাগুরা: দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এছাড়া মাগুরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের বর্তমান এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিনসহ অন্যরা।
এর আগে সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে সাকিব আল হাসানকে অভিনন্দন মানুষের ঢল নামে।
স্বাআলো/এসএ