সাকিবকে বাদেই খেললো নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: বিবর্ণ পারফরম্যান্সের কারণে এবার মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। বুধবার (১৭ জুলাই) তাকে ছাড়াই মাঠে নেমেছিলো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

সময়টা একদমই ভালো যাচ্ছিলো না বাংলাদেশের সুপারস্টারের। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সাকিবের প্যারফরম্যান্স একেবারেই অনুজ্জ্বল। অনেক আশা নিয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাকে দলে নিলেও প্রত্যাশা মেটাতে পারেননি। যার কারণে নিজেদের ষষ্ঠ ম্যাচে সাকিবকে বেঞ্চে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। ৪ ম্যাচে তার ব্যাট থেকে আসে কেবল ৬০ রান। উইকেট পেয়েছেন মাত্র ১টি। সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান। ঠিক আগের ম্যাচেই করেছিলেন ৭ রান। এর আগে প্রথম ম্যাচে ১৮ এবং দ্বিতীয় ম্যাচে ৩৫ রান করেছিলেন সাকিব।

গত ৫ জুলাই প্রথম ম্যাচে ১ উইকেটের পর টানা তিন ম্যাচে উইকেটশূন্য বাঁহাতি স্পিনার। তবে আশার বিষয় খুব বেশি খরুচে ছিলেন না। ত্রিশের উপরে রান দেননি কোনো ম্যাচেই। তবে ব্যাট-বলে তার থেকে যে আশা ছিল সমর্থকদের তা পূরণে ব্যর্থ ৩৭ পেরুনো সাকিব।

নাইট ক্লাবে শ্রাবন্তী-স্বস্তিকা-সোহিনীর নাচ, ভিডিও ভাইরাল

পারফর্ম করতে না পারলেও মেজর লিগ ক্রিকেটের অভিজ্ঞতাকে দারুণ বলছেন সাকিব। সঙ্গে এই প্রতিযোগিতার উজ্জ্বল ভবিষ্যৎ-ও দেখছেন তিনি। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের এক ভিডিওতে সাকিব বলেছেন, এটা (মেজর লিগ ক্রিকেট) দিনকে দিন ছড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্যও এটা দারুণ। যেভাবে এই প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে আশা করছি সেভাবেই এগিয়ে যাবে। আমি মনে করি, পাঁচ বছরে এটা বড় জায়গায় নিয়ে নেবে। যা যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্যও ভালো হবে।

আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সেরই মালিকানায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। কলকাতায় সাকিব ছিলেন নিয়মিত মুখ। দুইবার কলকাতার হয়ে শিরোপা জিতেছেন। ফ্রাঞ্চাইজিটির সঙ্গে তার বন্ধুত্ব পুরোনো। নাইট রাইজার্সের জার্সি গায়ে জড়িয়ে উচ্ছ্বসিত সাকিব, ‘দারুণ লাগছে এই পরিবারের সঙ্গে আবারো যুক্ত হতে পেরে। এখানে আসতে পেরে দারুণ উচ্ছ্বসিত। মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরটি মিস করেছি। দ্বিতীয় আসরে যুক্ত হতে পেরে আনন্দিত। নাইট রাইডার্সকে সাপোর্ট করুন। আশা করছি আমরা এখানে ট্রফি জিতবো এবং আপনাদেরকে ট্রফি উপহার দেবো।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...