খেলাধুলা

সাকিবের বিশ্বকাপ শেষ

| November 7, 2023

ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এরই মধ্যে বাংলাদেশ দল দিল্লি থেকে পুনের উদ্দেশে রওনা হয়েছে। তবে সাকিব মঙ্গলবার (৭ নভেম্বর) দেশে ফিরে আসছেন।

দলীয় সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব। এই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খানের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply