‘শেখ রাসেল দ্বীপ্তময়, নির্ভীক নির্মল র্দুজয়,’- এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে নানা কর্মসূচিতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপিত হয়েছে।
শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন বুধবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড আফজাল হোসেন, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.গোলাম সরোয়ারসহ সরকারি দফতর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।
নড়াইলে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
শেখ রাসেল শিশু পার্কের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য শাভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডমি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক অনুষ্ঠান সরাসরি দেখতে মিলিত হন।
এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, ফুটবল ম্যাচ, ব্যাডমিন্টন ম্যাচ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।
স্বাআলো/এস