যশোর

যশোরে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করলেন যুবলীগ নেতা বিপুল

| October 18, 2023

যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের আয়োজনে তার গাড়িখানাস্থ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তৌফিকুল রহমান শাপলা, শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, মাহাবুবুল আলম বিদ্যুৎ, শরীফ এ মাসুদ হিমেল, সাবেক উপশিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক সহ-সম্পাদক মেহেদী হোসেন শান্তি, সাবেক সদস্য মিন্টু শাহ, ইকবল হোসেন, যুবলীগ নেতা রিপন হোসেন, তছিকুর রহমান রাসেল, গাজী রায়হান মৌমন, মুন্সি মাসুদ, তৌফিক রাব্বি বর্ষণ, রায়হান হোসেন, সাকিব হোসেন, অভি রহমান, এইচ বি রাসেল, সুজন হোসেন, সকিব হোসেন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, শামীম আহমেদ, নায়িহান অভি, আপন হোসেন প্রমুখ।

এর আগে সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের নিজ বাসায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদিকা হুমায়রা আজমিরা এরিন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply