উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো।
এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর নাগাদ ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূলে ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় ‘হামুন’, রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে আসার নির্দেশ
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলায় হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল ৯টা ৪ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিতে মঙ্গলবার সভা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড় ‘হামুন’: পায়রা ও চট্টগ্রামে ৭ নম্বর বিপদ সংকেত
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ আহমেদ সাইনুল ইসলাম, সিভিল সার্জন ডা: এসএম কবির হাসান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথসহ পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী, রেড ক্রিসেন্ট, সিপিপি, স্কাউট, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
জেলায় এ পর্যন্ত ৭০৩টি আশ্রয়কেন্দ্র, ৩৫টি মুজিবকিল্লা, ৮২টি মেডিক্যাল টিম, প্রায় ৯ হাজার ভলান্টিয়ার ও ১০ লাখ টাকা এবং ৬০০ মেট্রিকটন খাদ্যশস্য প্রস্তুত রয়েছে এবং সার্বক্ষণিক তদারকিতে রাখতে সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এছাড়াও জেলার ২০ কিলোমিটার এলাকা ঝুকিপূর্ণ নিয়ে শঙ্খার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
স্বাআলো/এস