ঢাকা অফিস: মাদকের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দের জের ধরে নগরীর দক্ষিণ টুটপাড়ায় রনি সরদার নামের এক যুবক খুন হন।
হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটকের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, দক্ষিণ টুটপাড়া বাবুল শেৃখের ছেলে নয়ন (৩০), একই এলাকার মতিয়াখালি রোডের মিরাজ মৃধা (২৫) এবং লবণচরা সিমেন্ট ফ্যাক্টরি সড়কের জসিম হাওলাদার (২১)। তাদের কাছে থেকে একটি ওয়ান শুটারগান (ফায়ারিং পিন সহ), দুই রাউন্ড গুলি এবং দুইটি ছুরি উদ্ধার করা হয়।
হত্যাকান্ডের বিষয়ে তথ্য জানাতে বুধবার (২৯ মে) প্রেসব্রিফিংয়ের আয়োজন করে খুলনা সদর থানা পুলিশ।
ব্রিফিংয়ে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও মাদকের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে পূর্ব থেকেই আসামিদের সাথে রনির দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় রনিকে তার বিরোধী পক্ষ গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫/৬ জনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন। পুলিশ তিনজনকে আটক করেছে, বাকীদের আটকের চেষ্টা চলছে।
তিনি জানান, আটক নয়নের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও মাদকসহ খুলনা থানায় চারটি মামলা রয়েছে। আসামি মিরাজের বিরুদ্ধে খুলনা থানায় চারটি মাদক মামলা রয়েছে।
প্রেস বিফ্রিংয়ে কেএমপির অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহাঃ আহসান হাবীব, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল ও খুলনা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন খাঁন উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস